ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বিচারপতি মো. বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আজকের এই আদেশের ফলে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ’র একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালাতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী আহসানুল করিম।
গত বছর ঐতিহাসিক মুজিবনগর দিবসের এক আলোচনা সভায় মুজিবনগর সরকারের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেওয়ার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।তবে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করেন। সে আদেশই আজ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য যে, ২০২২ সালের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছিল ঢাবি প্রশাসন। সেখানে অধ্যাপক মো. রহমত উল্লাহ মুজিবনগর সরকারের সকলের প্রতি শ্রদ্ধা জানান। তবে ১৫ আগস্টের ভূমিকার কথা উল্লেখ করে পরে তিনি খন্দকার মোশতাকের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন।