চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মাতাল বাইক চালকের ধাক্কায় পা ভাঙলো প্রিয়াঙ্কার

শুটিং চলাকালীন মাতাল বাইক চালকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন টলি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১১টায় কলকাতার রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামে এক ওয়েব সিরিজের শুটিং করছিলেন প্রিয়াঙ্কা সরকার এবং সহ অভিনেতা অর্জুন চক্রবর্তী। ঠিক সেই সময়ই সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক।

Bkash July

জানা গেছে,  বাইকের  চালক মাতাল অবস্থায় ছিলেন। এমন সময়ই বাইকটি কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে।

আচমকা সেই ধাক্কায় দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। সাথে সাথে তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Reneta June

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কার চোট গুরুতর। পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। ফলে আজই হতে পারে তার অস্ত্রোপচার। তবে অর্জুনকে রাতেই ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।

আচমকা ঘটা এই দুর্ঘটনায় আপাতত বন্ধ রাখা হয়েছে ওয়েব সিরিজটির শ্যুট।কবে থেকে আবারও শুটিং শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, প্রিয়াঙ্কা সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু হবে না ওয়েব সিরিজটির।

এদিকে  ধাক্কা মেরে পালিয়ে যাওয়া বাইক চালককে খুঁজছেন পুলিশ।

ISCREEN
BSH
Bellow Post-Green View