ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে প্রধানমন্ত্রীর আহ্বান
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায় তিনি বলেন, আওয়ামী লীগই পারে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ কাজ করতে।