বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে। তাই এবার দামটা মানুষের নাগালের মধ্যে থাকবে।
রোববার ২৫ জানুয়ারি আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম ও বাজার পর্যালোচনা বিষয়ে টাস্কফোর্সের সভা শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অনেক অযাচিত প্রকল্প নিয়েছে আওয়ামী লীগ। এতে বিনিয়োগের তুলনায় লাভ কম হয়েছে। আওয়ামী লীগ সরকারের লুটপাটের কারণেই অন্তর্বর্তী সরকারকে বেশি ঋণ নিয়ে সেগুলো পূরণ করতে হয়েছে। এর প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে।
তিনি আরও বলেন, পদ্মা সেতু হলে ২ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল কিন্তু তা হয়নি।
কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুর মতো অযাচিত প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসবের কারণে আইএমএফের কাছ থেকে বড় ঋণ নিতে হয়েছে।








