চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নয়টি পণ্যের দাম এখন থেকে ট্যারিফ কমিশন ঠিক করে দেবে। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমলেও ডলারের দাম কমেনি বলে এর প্রভাব দেশের বাজারে পড়েনি। আর জ্বালানির দাম কমানোর প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী বেশি দাম রাখলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।