সৌদি আরবের জেদ্দায় নব নিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের সাথে মতবিনিময় সভা করেছে সৌদি আরবের বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন।
সোমবার ২৬ আগস্ট বিকেলে কনস্যুলেটের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কনসাল জেনারেল তার দায়িত্ব পালনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রুমী সাঈদ, সভাপতি এম. ওয়াই. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বকুলসহ বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিবৃন্দ।
সাংবাদিকবৃন্দ প্রবাসীদের সমস্যার কথা কনস্যুলেটকে তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।







