ঈদের আনন্দ সবার সাথে মিলেমিশে উপভোগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে রাষ্ট্রপতি বলেন, যুদ্ধবিগ্রহ ও আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় সব ধরনের যুদ্ধ বন্ধের আহ্বান জানান রাষ্ট্রপতি।






