চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ড্রয়ে নাখোশ গার্দিওলা, বড় জয়ে খুশি জাভি

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির গতকালের রাতটা সুখকর ছিল না। অ্যাস্টন ভিলার বিপক্ষে সুযোগ মিসের মহড়ায় পেপ গার্দিওলার শিষ্যদের মানতে হয়েছে ১-১ গোলে ড্র। সিটিজেনদের বস বিষয়টি ভালোভাবে নেননি। অন্যদিকে, লা লিগায় সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে টেবিলে দুইয়ে উঠেছে বার্সেলোনা। দারুণ এই জয়ে বড় কিছু অর্জনের আশা দেখছেন কোচ জাভি হার্নান্দেজ।

ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগায় রবিবার রাতে একগাদা ম্যাচ ছিল। লিভারপুলকে রুখে দিয়েছে এভারটন। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। স্প্যানিশ লিগে রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়েল সোসিয়েদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যান সিটির ড্র এবং গার্দিওলার হতাশা
বর্তমান চ্যাম্পিয়নদের সুযোগ মিসের সুবিধা কড়ায় গণ্ডায় উসুল করে নিয়েছে অ্যাস্টন ভিলা। বিবর্ণ প্রধামার্ধের পর সিটিজেনদের এগিয়ে নেয় নরওয়েজিয়ান বিষ্ময়বালক আর্লিং হালান্ড। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। টানা সাত জয়ের পর ড্রয়ের তিক্ত স্বাদ পেয়েছে গার্দিওলার দল। এমন হার কোনোভাবেই মানতে পারছেন না গার্দিওলা। স্প্যানিয়ার্ড কোচ আঙুল তুলেছেন সুযোগ মিস করার দিকে।

‘শেষটা আমরা নিজেদের মতো করতে পারি নাই, বিষেশ করে প্রথমার্ধও। ম্যাচ যখন আমাদের হাতে ছিল তখন দ্বিতীয় গোল করার সুযোগও এসেছিল। কিন্তু আমরা করতে পারি নাই। আমরা ক্রসও ঠিকঠাক নিতে পারছিলাম না। কয়েকটি দারুণ সুযোগও মিস করেছি, আর ওই কারণেই গোল করতে পারিনি।’ বলেছেন সিটি কোচ গার্দিওলা।

বার্সেলোনার নৈপূণ্যতা—জাভির প্রশংসা
স্প্যানিশ লা লিগায় রাতটা ভালোই কেটেছে আর্থিকভাবে অস্বস্তিতে থাকা বার্সেলোনার। টানা তিন জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানও দখল নিয়েছে জাভি হার্নান্দেজের দল। সেভিয়া বিপক্ষে ম্যাচ শেষ গাভির প্রশংসায় মেতে বার্সা কোচ বলেছেন, তার দলের এমন উন্নতি বড় কিছু অর্জনের শক্তি সঞ্চয় করাচ্ছে।

‘আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আমরা খেলাটি নিয়ন্ত্রণে নিয়েছি এবং বড় জয়ের সুযোগ তৈরি করেছি। এমন কঠিন মাঠে জয় তুলে নেওয়া ভালো কিছুর লক্ষণ। শুরুর ১৫ মিনিট খুব একটা ভালো যায়নি আমাদের। কিন্তু পরে সেটা পুষিয়ে দিয়েছি, খেলার নিয়ন্ত্রণ নিয়েছি এবং আরও গোল করার সুযোগ করেছি।’ বলেছেন জাভি।

স্প্যানিশ কোচের মুখে ছিল তরুণ খেলোয়াড় গাভির প্রশংসা। গোল পেয়েছেন বায়ার্ন থেকে আসা রবার্ট লেভান্ডোভস্কি। খেলোয়াড়দের এমন দুর্দান্ত পারফর্মে মুগ্ধ জাভি। মৌসুমে ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তার দল।

দিনের আরেক ম্যাচে রিয়াল বেতিসকে ২-১ গোলে হারানো রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৯ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল বেটিস। রিয়েল সোসিয়েদের আথিতেয়তায় ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আলভেরো মোরাতার গোলে এগিয়ে যাওয়া অ্যাটলিকোকে আক্ষেপে পোড়ান সোসিয়েদের নাইজেরিয়ান স্ট্রাইকার উমর সাদিক।