ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে এক গোলে এগিয়ে থেকেও ১-১ সমতায় পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। টেবিলের শীর্ষ দল পয়েন্ট হারানোর চেয়ে ভিডিও রেফারি লি ম্যাসনের সিদ্ধান্তে বেশি অখুশি। সেই পালে হাওয়া দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অ্যালান শিয়েরার। আইভান টনির গোলকে দেখছেন ভিএআরের মারাত্মক ভুল হিসেবে।
শনিবার রাতে ম্যাচ শেষে আলোচনায় ধারাভাষ্যকার ড্যানি মারফির প্রশ্নের পর আর্সেনালের ক্ষোভের আগুতে ঘি ঢেলেছেন শিয়েরার। ব্রেন্টফোর্ডের গোলের পর ম্যাসন দীর্ঘ সময় নেন সিদ্ধান্ত দিতে। দেখা যায় ক্রিস্টিয়ান নরগার্ড বল দেয়ার সময় স্পষ্ট অফসাইড ছিলেন। তারপরও গোলের সিদ্ধান্ত বহাল থাকায় অবাক সকলে, শিয়েরারও। বলেছেন, ‘এটি মারাত্মক ভুল।’
‘আমি সত্যিই অবাক, ওটাই ম্যাচের প্রথম ঘটনা যা তারা দেখছিল, কারণ ওটাই শেষ ঘটনা যা গোলের আগে ঘটেছিল। শিরোপার দৌড়ে এটা আর্সেনালকে কতখানি ভোগাবে সেটা আমরা জানি না।’
আর্সেনালে এসে তৃতীয় ম্যাচে গোলের দেখা পেয়েছেন বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড। গানার বস সেদিন গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে উঠিয়ে মাঠে নামান ট্রোসার্ডকে, প্রতিদানও দেন তিনি। তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি গানাররা।
বিতর্কিত গোলে ড্র হওয়ার পরও ছয় পয়েন্ট এগিয়ে শীর্ষে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির পয়েন্ট ৪৫।