এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জনের প্রাণহানি হয়েছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সেবু সিটির উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি।
সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন হলেও এর প্রভাব দ্রুত কেটে গেছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সেবু প্রদেশের বোগো শহরে। এখানেই ১৯ জনের মৃত্যু এবং অন্তত ১১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় দুর্যোগ সংস্থার হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৬-এ দাঁড়িয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।








