কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতাও বেড়েছে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটির ৫টি ইউনিটই একযোগে সচল রয়েছে, ফলে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ।
আজ (১০ জুলাই) বৃহস্পতিবার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বুধবার রাত ৮টা থেকে একযোগে কেন্দ্রটির ৫টি ইউনিট চালু করা সম্ভব হয়েছে। বর্তমানে ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে মোট ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
প্রকৌশলী মাহমুদ হাসান আরও জানান, সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটিতে টানা ভারি বৃষ্টিপাতের ফলে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ দ্রুত বেড়েছে। বুধবার রাত ৮টা পর্যন্ত হ্রদের পানির স্তর ছিল ৯৬ দশমিক ৪১ ফুট গড় সি লেভেল, যেখানে এই সময়ে পানির পরিমাপ থাকার কথা ৮৫ দশমিক ২৮ ফুট। হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট।
বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, পানি বৃদ্ধির এই পরিস্থিতি বিদ্যুৎ উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। ফলে একযোগে পাঁচটি ইউনিট সচল রাখা সম্ভব হয়েছে, যা দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা রাখছে।








