চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কাতারে রোনালদোর স্বপ্নসঙ্গী যারা

পিএসজির মিডফিল্ডার রেনাতো সানচেজ উপেক্ষিত থাকলেন। ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপেকে উপেক্ষা করেননি ফের্নান্দো সান্তোস। সঙ্গে ডেকেছেন ১৯ বর্ষী ডিফেন্ডার অ্যান্তোনিও সিলভাকে। পর্তুগাল কোচ কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছেন। নেতৃত্বে যথারীতি ক্রিস্টিয়ানো রোনালদো।

সানচেজ জায়গা পাননি। চোটে নেই ফরোয়ার্ড ডিয়েগো জোতা। এর বাইরে অভিজ্ঞ-নিয়মিতদের সবাই আছেন। সিআর সেভেনের সঙ্গে আক্রমণে থাকছেন পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াওরা।

এবারের বিশ্বকাপে জায়গা করে নেয়ার যাত্রাটা কঠিন ছিল পর্তুগালের। মহাতারকা রোনালদোর দল সব উৎকণ্ঠা পেরিয়ে শেষ মুহূর্তে কাটতে পারে কাতারের টিকিট।

মহাযজ্ঞের ‘এইচ’ গ্রুপে পর্তুগিজদের প্রতিপক্ষ উরুগুয়ে, ঘানা ও সাউথ কোরিয়া। ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে প্রথম ম্যাচ সিআর সেভেনের দল। ২৯ নভেম্বর উরুগুয়ে এবং ডিসেম্বরের ২ তারিখে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে সান্তোসের শিষ্যরা।

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ডিয়েগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।

ডিফেন্ডার: ডিয়েগো দালোত, হোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন ডিয়াস, অ্যান্তোনিও সিলভা, নুনো মেন্ডেস, রাফায়েল গেরেইরো।

মিডফিল্ডার: হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, বের্নার্দো সিলভা, ব্রুনো ফের্নান্দেস, হোয়াও মারিও, ম্যাথিয়াস নুনেস, ভিতিনহা, উইলিয়াম কারভালহো, ওতাভিও।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্ডো হোর্তা, গনসালো রামোস, আন্দ্রে সিলভা।

কোচ: ফেরনান্দো সান্তোস