চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। একই ছাদের নিচে বাস করেন। বিশ্বকাপ শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুষ্টুমিষ্টি বাকযুদ্ধও লক্ষ্য করেছেন ভক্ত অনুরাগীরা!
কিন্তু আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে হেরে যাওয়ায় বেজায় দুঃখ পেয়েছিলেন কট্টর আর্জেন্টিনার সমর্থক পরী। তবে সহমর্মিতা নিয়ে সেসময় পাশে ছিলেন ব্রাজিল এর ডাইহার্ট ফ্যান রাজ। প্রথম ম্যাচে আর্জেন্টিনা হারার পর পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। ছবিটি ছিলো ব্রাজিল ভক্ত রাজের!
কিন্তু ছবিটি সবাইকে অবাক করেছিলো, কারণ রাজের গায়ে ছিলো আর্জেন্টিনার জার্সি! ক্যাপশনে সেদিন পরীমনি লিখেছিলেন, ‘উনি (রাজ) ব্রাজিল সাপোর্টার (মানে ঘোর ব্রাজিল যাকে বলে)। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে। কেমনডা লাগে!’
শুক্রবার (৯ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সাথে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ব্রাজিল। স্বভাবতই ভীষণ মন খারাপ রাজের! হয়তো এ কারণেই সেদিন একটু বেশী সমব্যথি পরীর দেখা মিলে! ব্রাজিল হারের ঠিক পর পরই তাই পরী নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ঘোষণা দিয়েছিলেন,‘আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। প্রমিস!’
এরপর কোয়ার্টার ফাইনাল জিতে আর্জেন্টিনা সেমিফাইনালে জায়গা করে নেয়। অনেককেই দেখা যায়, এসময় পরীমনিকে তার প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিতে। হয়তো অনেকেই ভেবে বসেছিলেন, পরী বোধহয় রাজকে তাৎক্ষণিক সান্ত্বনা দিতেই শুধু সেই প্রতিজ্ঞা করেছিলেন!
তবে তা ভুল প্রমাণ হলো আর্জেন্টিনার সেমি-ফাইনাল জয়ের ঠিক পর পরই! পরী তার ঘোষণা অনুযায়ি এদিন ঠিকই ব্রাজিলের জার্সি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন ছবি! সঙ্গে দেখা গেলো দাম্পত্য সঙ্গী ও ব্রাজিল সমর্থক রাজকেও!
ব্রাজিলের জার্সি পরা ছবিটি দিয়ে পরী লিখলেন,‘বলেছিলাম,আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। এই যে ডে ওয়ান!’







