এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নেমেছেন পরীমণি। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ ‘বডি’ দিয়েছেন তিনি। অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী।
চলতি বছরের ভালোবাসা দিবসে নতুন এই ব্যবসায়র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কয়েক মাস পার করেছে পরীমণির এই ব্যবসা প্রতিষ্ঠানটির এবার তার ব্যবসা প্রতিষ্ঠানটির মাধ্যমে মানব কল্যাণে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন পরীমণি।
‘বডি’র মাধ্যমে গর্ভবতী মা এবং নবজাতকদের পাশে থাকবেন তিনি। বিশেষ এই উদ্যোগ নিয়ে পরীমণি বলেন, সবাই জানেন চলতি বছর ভালোবাসা দিবসে মা ও শিশুদের জন্য যাত্রা শুরু করেছে আমার আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ‘বডি’।
শুরু পর থেকে এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সত্যই তা আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহস দিচ্ছে। তাই এবার ‘বডি’ গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার জন্য আরও এক নতুন উদ্যোগ নিয়েছে।
প্রতি তিন মাস পর পর ‘বডি’র সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে। পাশাপাশি আরও বেশ কিছু চমক সামনে যুক্ত হতে যাচ্ছে ‘বডি’-তে।
পরী বলেন, মাতৃত্বকালীন যে সমস্যাগুলো ফেইস করেছি, সেগুলো অন্যদের জন্য সহজ করে দেয়ার জন্য এই ব্যবসা শুরু করেছি। মাতৃত্বকালীন শুরুর দিকে আমার সবকিছু পছন্দের জিনিস অপছন্দ হয়ে গিয়েছিল। এগুলো ছিল হেলথ, ফুড, লাইফস্টাইল ইস্যুর প্রভাব। আমি যা যা ফেইস করেছি সেগুলো যেন অন্যরা না করে।
পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব।








