পশ্চিমা আধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রাথমিকের শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ বিবর্জিত শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২৫ অক্টোবর) মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, পশ্চিমা আধিপত্যবাদী শক্তির প্রভাবে এমন শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে যা দেশের সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রাথমিক শিক্ষাকে নৈতিকতা বিরোধী অবস্থান থেকে ফিরিয়ে আনতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে।







