চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জেনারেটরের তেল কিনতে লাগবে পুলিশের অনুমতি

বাড়ির জেনারেটরের জ্বালানি তেল কিনতে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুমতি লাগবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

ডিএমপি’র এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে বাড়ি, ফ্যাক্টরি, প্রতিষ্ঠানের জেনারেটর চালাতে প্রয়োজনীয় জ্বালানি তেলের জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) থেকে নিরাপত্তা ছাড়পত্র দেখিয়ে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন কর্তৃপক্ষকে দিতে হবে। এরপর পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনগুলো তা বিক্রি করতে পারবে। পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে থাকা রেজিস্টারে বাড়ি বা প্রতিষ্ঠানের ঠিকানা লিপিবদ্ধ করতে হবে।

Bkash

শনিবার (১১ নভেম্বর) পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে নিরাপত্তা জোরদারকরণে ডিএমপির নির্দেশনায় এই তথ্য দেওয়া হয়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, অবরোধ ও হরতালের নামে একটি বিশেষ মহল গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে নিরীহ নাগরিকদের হতাহতসহ নাশকতা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিভিন্ন কৌশল অবলম্বন করে চলছে। চলমান নাশকতার সহজ লক্ষ্যবস্তু হিসেবে কেউ যেন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অগ্নিসংযোগ করাকে বেছে নিতে না পারে এবং পেট্রোল পাম্প থেকে পেট্রোল/জ্বালানি তেল সংগ্রহ করে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Reneta June

এতে বলা হয়েছে, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন ভাংচুর ও অগ্নিসংযোগসহ সব ধরনের নাশকতা রোধে পুলিশী নিরাপত্তা  জোরদার ও নজরদারি বৃদ্ধি করবেন। সহকারী পুলিশ কমিশনাররা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে অবস্থিত পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনসমূহ সরেজমিনে পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা তদারকি করবেন এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রত্যেক অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন সমূহের মালিকদের সাথে সমন্বয় করে পর্যাপ্ত অগ্নিনির্বাপন সরঞ্জাম রাখার ব্যবস্থা করবেন। এবং মহড়া করে ওই সরঞ্জামাদির কার্যকারিতা যাচাই করবেন। রিজার্ভারে তেল লোডের সময় নিজস্ব জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন। ওই সময়ে কোন যানবাহনকে পেট্রোল পাম্পে প্রবেশ করতে না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির বিবৃতিতে পেট্রোলিয়াম বিধিমালা ২০১৮ এর লাইসেন্সের শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন করার পাশাপাশি যে কোনো প্রয়োজনে সংশ্লিষ্ট থানাকে জানাতে  বলা হয়েছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View