সাউথ আফ্রিকার একটি ফ্লাইটের ককপিটে বিষাক্ত কোবরা সাপ দেখার পর বিমানটিকে নিরাপদে জরুরী অবতরণ করা হয়েছে। এরকম পরিস্থিতিতে সাহসী পদক্ষেপের কারণে বিশেষজ্ঞদের কাছে প্রশংসিত হয়েছেন সেই ফ্লাইটের পাইলট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
সোমবার সকালে ওরচেস্টার থেকে নেলসপ্রুট পর্যন্ত চারজন যাত্রী নিয়ে বিমানটি যাত্রা শুরু করে। বিমানের পাইলট রুডলফ ইরাসমাস যাত্রাপথে একটি বিষাক্ত কেপ কোবরা সাপকে ককপিটে ফণা তোলা অবস্থায় প্রথমে দেখতে পায়। এরপরই সাপটি তার আসনের ঠিক নিচে চলে যায়।
ইরাসমাস জানায়, সোমবার সকালে যাত্রা শুরুর আগে ওরচেস্টার এয়ারফিল্ডের লোকেরা আমাদের বলেছিল, তারা রোববার বিকেলে বিমানের ডানার নীচে একটি কেপ কোবরা দেখেছে। তারা সাপটিকে ধরার চেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত এটি ইঞ্জিনের ভিতরে চলে যায়। দলটি যন্ত্রাংশগুলো খুলে দেখেছিল কিন্তু সাপটি সেখানে ছিল না তাই তারা ধরে নিয়েছিল যে সাপটি চলে গেছে।
তিনি বলেন, আমি সাধারণত পানির বোতল নিয়ে ভ্রমণ করি যা আমি আমার পা এবং আমার নিতম্বের মধ্যে রেখে দেই। যখন আমি ঠান্ডা কিছু একটা অনুভব করলাম আমি ভেবেছিলাম আমার বোতলটি থেকে পানি পড়ছে। আমি যখন আমার বাম দিকে ঘুরে নিচের দিকে তাকালাম, আমি দেখলাম কোবরাটি আমার সিটের নীচে ফণা তুলে আছে।
আমি এক মুহূর্ত হতবাক ছিলাম। আমি নিশ্চিত নই যে আমি যাত্রীদের এ বিষয়ে বলব কিনা কারণ আমি আতঙ্ক সৃষ্টি করতে চাইনি। তবে স্পষ্টতই তাদের জানা দরকার ছিল কী ঘটতে চলেছে। আমি বললাম, একটি সাপ বিমানের ভেতরে রয়েছে। আমি অনুভব করেছি যে এটি আমার আসনের নীচে রয়েছে তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিমানটিকে মাটিতে নামাতে হবে।
ফ্লাইটটি তখন ওয়েলকমের বিমানবন্দরের কাছাকাছি ছিল, তাই ইরাসমাস জোহানেসবার্গের কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করে জরুরী অবতরণ করে।
ইরাসমাস জানায়, বিমান থামার সাথে সাথে আমরা বের হতে শুরু করলাম। পিছনের তিনজন যাত্রী প্রথমে বেরিয়ে এল এবং তারপরে আমার সাথে সামনে বসা একজন। আমি শেষে বের হয়েছিলাম এবং আমি সিটটি সামনের দিকে ঘুরানোর সাথে সাথে দেখলাম সাপটি আমার সিটের নীচে কুঁকড়ে আছে। কিছুক্ষণ পর লোকেরা এসে সাপটিকে খুঁজে বের করার চেষ্টায় করে কিন্তু রাত নামায় তারা ব্যর্থ হন।
এভিয়েশন বিশেষজ্ঞ ব্রায়ান ইমেনিস বলেন, ইরাসমাস বিমান চালনায় তার সর্বশ্রেষ্ঠ দক্ষতা প্রদর্শন করেছে।
যদিও সাপটিকে পরদিন সকালেও খুজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে রাতের বেলায় সাপটি বেরিয়ে গিয়েছে।







