চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পগবা অধ্যায়ের ইতি টানল ম্যানচেস্টার ইউনাইটেড

২০১১-১২ মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে জুভেন্টাসে গিয়েছিলেন। মায়া কাটাতে পারেননি। ২০১৬ সালে দ্বিতীয় মেয়াদে রেড ডেভিল ডেরায় ফিরে আসেন। অবশেষে ছিঁড়ল সেই বন্ধন! কথা হচ্ছে ফরাসি তারকা পল পগবাকে নিয়ে। যার বিদায় নিশ্চিত করার খবর দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

গত মৌসুম মোটেও ভালো কাটেনি ম্যানচেস্টারের। চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে হোঁচট খেয়েছে দলটি। ষষ্ঠ অবস্থানে থেকে লিগ শেষ করেছে। যে দলে অন্যতম ভূমিকা ছিল পগবার। সাফল্য এনে দিতে পারেননি। ব্যর্থতার দায় এড়াবেন কীভাবে! নয়া কোচ এরিক টেন হাগের কালো তালিকা ভুক্ত হয়েছেন। চলতি গ্রীষ্মে তাই ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে হচ্ছে ২৯ বর্ষীর ফ্রান্স তারকাকে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘সফল ক্যারিয়ারের জন্য পলকে ক্লাবের প্রত্যেকের পক্ষ থেকে অভিনন্দন। তার অবদানের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাকে ধন্যবাদ। তার পরবর্তী যাত্রায় আমরা শুভেচ্ছা জানাই।’

২০১৬ সালে রেকর্ড ৮৯ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে রেড ডেভিল জার্সি গায়ে জড়িয়েছিলেন পগবা। তাকে গিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। যার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি ফ্রেঞ্চ মিডফিল্ডার। ২২৬ বার মাঠে নেমে ৩৯ বার গোলের দেখা পেয়েছেন।