ভারত থেকে শূন্য হাতে ফিরে আসেননি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিন বছর পর ভারত সফর দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা করেছে। ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া ভারত সফরে গিয়ে তো দেশের স্বার্থের কথাই বলতে ভুলে গিয়েছিলেন। আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকেই ভোট দিবে জনগণ।






