চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘জয় ভীম’ এর সিক্যুয়েল আসছে, জানালেন নির্মাতা

গেল বছর ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল দক্ষিণী সুপারস্টার সুরিয়া অভিনীত তামিল ছবি ‘জয় ভীম’। মুক্তির পরপরই দর্শক মহলে ব্যাপক সমাদৃত হয়েছিল এই ছবি।

তবে প্রশংসার পাশাপাশি বির্তকেও জড়িয়েছিল ছবিটির নাম। তারই মাঝে এবার শোনা গেল, সিক্যুয়েল আসতে যাচ্ছে ‘জয় ভীম’ এর।

মূলত সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্যানোরামা ফিচার ফিল্ম বিভাগে প্রদর্শিত হয়েছে ‘জয় ভীম’ ছবিটি। সেই অনুষ্ঠানেই উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে ‘জয় ভীম’ নির্মাতা টি জে জ্ঞানাভেল জানান, শিগগির আসছে ছবিটির সিক্যুয়েল। ইতোমধ্যেই প্রকল্পটি নিয়ে পরিকল্পনা চলছে।

সামাজিক পরিবর্তনে অনুঘটক ভূমিকা পালনকারী চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক বলেন যে, তার চলচ্চিত্র তখনই প্রকৃত লক্ষ্য অর্জন করবে যখন সকল নির্যাতিত মানুষের ক্ষমতায়ন হবে।

ভারতের দলিত সম্প্রদায়ের ওপর অত্যাচার-নিপীড়নের ঘটনা অবলম্বনে নির্মিত তামিল ছবি ‘জয় ভীম’। ছবিটির ঘটনা কিন্তু কেবলই সিনেমার গল্প নয়। বাস্তব জীবন থেকেই পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে এই গল্প।

ছবিতে উকিল চান্দ্রু হিসেবে অভিনয় করেছেন  তামিল সুপারস্টার সুরিয়া শিবকুমার। বাস্তব জীবনে বিচারপতি কে. চান্দ্রুর জীবনের গল্প অবলম্বনে বানানো হয়েছে এই ছবি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া