প্রতিষ্ঠিত মডেল হওয়ার স্বপ্নে বিভোর থাকে অনেকেই। কিন্তু সঠিক নির্দেশনার অভাবে ঝরে পরে অনেকেই। তাই পারফেক্ট মডেল হতে মডেলিং করতে ইচ্ছুকদের নতুনদের জন্য গ্রুমিং স্কুল খুলছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল পিয়া জান্নাতুল।
এ লক্ষ্যে তিনি ১৯ ও ২০ মে রাজধানীর তেঁজগাওয়ে দুদিনের একটি কর্মশালার আয়োজন করছেন। পিয়া জান্নাতুল জানান, বেসিক স্কিলের অভাবে অনেকেই যে কোনো পেশায় ক্যারিয়ারে উন্নতি করতে পারে না। মডেলিং সেক্টরেও তাই হয়। সিনিয়র মডেল হিসেবে এতে তার কিছু দায়বদ্ধতা থেকে যায়।
এ কারণে মডেলিং কর্মশালার পরে গ্রুমিং স্কুল চালু করতে যাচ্ছেন পিয়া। ‘মাস্টারক্লাস পিকচার পারফেক্ট বাই পিয়া জান্নাতুল’ নামে এ কর্মশালায় শুধুমাত্র তাদের গ্রুমিং করানো হবে তাদের যারা মডেল হতে চায়।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্তোরাঁয় এ বিষয়ে সংবাদ সম্মেলন করছেন। সেখানে পিয়া জান্নাতুল চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রতিষ্ঠিত মডেল হতে সবাইকে দীর্ঘসময় স্ট্রাগল করতে হয়। এই সময়ে কী করণীয় আর কী বর্জন করতে হবে তা অনেকেই বোঝেন না। তাদের জন্য এই আয়োজন।
মডেলিংয়ে এসে নতুনরা যেন মিসগাইডেড না হয়, সেটাও শেখানো হবে। মডেলিং করতে আসায় আগে যারা শিখে আসবে তাহলে সে অবশ্যই ভালো করবে। পিয়া জান্নাতুল একা নন, তার এই কর্মশালায় থেকে মডেলিং শেখাবেন আসিফ আজিম, তানজিলা মিথিলা, শবনম ফারিয়া প্রমুখ।
পিয়া জানান, ২ দিনের কর্মশালা ফি ৫০০০ হাজার টাকা। যে কোনো বয়সী ওজন উচ্চতায় যে কেউ অংশ নিতে পারবে।







