শৈত্যপ্রবাহ ও কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনজীবন। ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারিদিক। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ।
কুড়িগ্রামে রাত ১০ টার পর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারিদিক। বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে কষ্ট পাচ্ছেন খেটেখাওয়া মানুষ। শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
পৌষের কনকনে শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা নীলফামারীর মানুষ। ঘনকুয়াশার কারণে জেলার অধিকাংশ সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আবহাওয়া অফিস বলছে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঝিনাইদহে ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

শীত ও কুয়াশা উপেক্ষা করে কাজে ছুটছেন খেটেখাওয়া মানুষ। এই শীত মোকাবেলায় সরকারের পাশাপশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান শীতে কষ্ট পাওয়া মানুষদের।