চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কনকনে বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত নাটোরের জনজীবন

ঘন কুয়াশা, কনকনে বাতাস ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নাটোরের জনজীবন। রাত যতই গভীর হয় ততই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরছে। এতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন অবস্থা বিপন্ন হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না। কাজ করতে না পারায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।

বৃহস্পতিবার ১২জানুয়ারি ভোরে ঘন কুয়াশা থাকায় নাটোরের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে।

গরম কাপড়ের অভাবে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন বাসাবাড়িতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

ঈম্বররদী আবহাওয়া অফিস জানায়, নাটোরে আজ ভোর ৬টায় তাপামাত্রা ছিল ৮ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সকাল ৭টার দিকে তাপমাত্রা নেমে ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।