ভাস্কর শামীম শিকদারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ
একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম শিকদারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মরদেহ কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে নেওয়া হয়। সে সময় তাঁর প্রতি শ্রদ্ধা জানান র্দীঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ী, ছাত্র, বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ। পরে ঢাকা বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজার নামাজ হয়। রাজধানীর মোহাম্মদপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম শিকদারের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। শামীম শিকদার নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।