চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বের প্রথম কোনো পেঙ্গুইনকে করা হল এমআরআই স্ক্যান

নিউজিল্যান্ডের রাজধানী শহর ওয়েলিংটনে ‘চাকা’ নামের একটি পেঙ্গুইনকে এমআরআই স্ক্যান করা হয়েছে।  বিশ্বে এই প্রথম কোনো পেঙ্গুইনকে এই পরীক্ষা করা হলো। দেশটির ওয়েইমাউথের সী লাইফ অ্যাডভেঞ্চার পার্কে বসবাসকারী চাকা নামের পেঙ্গুইনটির ভারসাম্যজনিত সমস্যা ছিল।

ওয়েইমাউথ সি লাইফ অ্যাডভেঞ্চার পার্কের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মাঝে মাঝে পেঙ্গুইনটিকে ভারসাম্যহীন মনে হওয়ায় তারা চাকাকে তার সমস্যাগুলি শনাক্ত করার জন্য ভেটেরিনারি বিশেষজ্ঞদের কাছে নিয়ে যায়। বিশেষজ্ঞদের পরামর্শে চাকাকে এমআরআই করানোর সিদ্ধান্ত নেয় তারা।

ওয়েইমাউথ সি লাইফ অ্যাডভেঞ্চার পার্ক টিম জানিয়েছে, “দলের জন্য এটা সম্পূর্ণ নতুন ব্যাপার ছিল যদিও এমআরআই পদ্ধতিটি মোটামুটি সহজ।” তারা জানায়, চাকার এমআরআই সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। সে এখন ভালো আছে। পার্কের অন্যান্য পেঙ্গুইনদের সাথে স্বাভাবিক জীবনযাপন করছে।

তারা আরও বলে, স্ক্যানের বিষয়টি বিশ্বের অন্যান্য পশুচিকিৎসকদের বিভিন্ন প্রাণীর চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়াও চিড়িয়াখানা এবং অভয়ারণ্য কতৃপক্ষকে প্রাণীদের প্রতি আরও যত্নশীল হতে সাহায্য করবে।