চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হৃদরোগ সমস্যায় আবারও হাসপাতালে পেলে

বিশ্বকাপের দাদামা চলছে। এক ম্যাচ হাতে রেখেই নকআউটে গেছে ব্রাজিল। এরমাঝে দুশ্চিন্তার খবর, দেশটির ফুটবল কিংবদন্তি পেলেকে আবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আগে থেকেই ক্যান্সারের সঙ্গে লড়ছেন তিনি, এবার হৃদরোগজনিত সমস্যা।

সঙ্গে শরীর ফুলে যাওয়ায় পেলেকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিংবদন্তি হৃদরোগ সমস্যায় ভুগছেন, ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে এমন।

পেলের মেয়ে কেলি নাসিমেন্তো অবশ্য ইনস্টাগ্রাম পোস্টে আশ্বস্ত করে লিখেছেন, আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্যাপক হৈচৈ চলছে। কোনো জরুরি অবস্থা কিংবা নতুন করে ভয়ানক কিছু ঘটেনি। কিছু ছবি পোস্ট করার প্রতিশ্রুতি দিচ্ছি।

২০২১ সালের সেপ্টেম্বরে ৮২ বর্ষী পেলের শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছিল। এরপর থেকে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসা-যাওয়ার মাঝেই ছিলেন। সেসময় থেকে তার কেমোথেরাপিও চলছে।

মঙ্গলবার অসুস্থ হয়ে পড়ায় পেলেকে হাসপাতালে নেয়া হয়েছে। তার শরীরের সমস্যাগুলো আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছে। পেলের ম্যানেজার ও হাসপাতালটির পক্ষ থেকে কিংবদন্তির শারীরিক অবস্থা নিয়ে পরে নতুন কোনো তথ্য জানানো হয়নি।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পেলের কেমোথেরাপি চিকিৎসা কাজ করছে না। তিনি ঠিকঠাক খাওয়া-দাওয়াও করতে পারছেন না।