চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পিসিওএস একটি হরমোন জনিত সমস্যা

পলিসিস্টি ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) অনিরাময় যোগ্য রোগ। তবে সচেতন হলে প্রতিরোধ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

তাদের মতে, এ রোগটি নির্মূলে ওজন নিয়ন্ত্রণ ও খাদ্যাভাস পরিবর্তনের পাশাপাশি নিয়ন্ত্রিত জীবন যাপন জরুরী। তারা বলছেন বিশ্বে প্রায় ১০ জন নারীর একজন এই রোগে আক্রান্ত। ১৫ থেকে ৪৫ বছর বয়সী নারীরা সাধারণত এতে ভুগছেন|

রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালযয়ে ‘পিসিওএস একটি হরমোন জনিত সমস্যা: জানুন, চিকিৎসা নিন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন। সমকাল ও পিসিওএস টাস্ক ফোর্স এর আয়োজনে রেনাটা লিমিটেডের সহযোগিতায়, ফেইথ কমিউনিকেশন এর ব্যবস্থাপনায় গোল টেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়|

গোলটেবিল বৈঠকে জানানো হয়, পিসিওএস আক্রান্তদের মধ্যে ১৫ থেকে ২০ বছর বয়সী কিশোরীর সংখ্যাই বেশি| দেশে শিশু ও মাতৃ মৃত্যুর অন্যতম কারণ পিসিওএস। ডায়াবেটিস, হেপাটাইটিস- বি, হেপাটাইটিস- সি, বন্ধ্যাত্ব, জরায়ু ক্যান্সারসহ দীর্ঘস্থায়ী অসংক্রামক রোগ বাড়াতে পিসিওএস বড় ভূমিকা রাখে|