এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজনৈতিক বৈরিতার জেরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বর্জন করেছিল ভারত। সেমিফাইনালেও ভারতের সাবেকদের পান পাকিস্তানের সাবেক ক্রিকেটারা, সেই ম্যাচও বর্জন করে ভারত। এমন ঘটনার পর টুর্নামেন্ট শেষে নানা অভিযোগ তুলে সামনের আসরগুলোতে নিজেদের অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রানার্সআপ হয়ে এবারের আসর শেষ করেছেন দেশটির সাবেকরা।
ফাইনালে এজবাস্টনে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ গড়েন পাকিস্তানের সাবেকরা, জবাবে এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ১৯ বল হাতে রেখে ৯ উইকেটে জয়ের বন্দরে পৌঁছান প্রোটিয়া সাবেকবাহিনী।
পিসিবির ৭৯তম বোর্ড অব গভর্নর্স সভা শেষে বিবৃতিতে কঠোর বার্তা দিয়েছে বোর্ডটি। পিসিবি জানিয়েছে, ‘ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কোন ক্রিকেটীয় কারণে হয়নি, বরং সুনির্দিষ্ট জাতীয়তাবাদী ধারণাকে তুষ্ট করে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের ক্রিকেটারদের আমরা এমন আসরে অংশ নিতে দিতে পারি না, যেখানে খেলাধুলার চেতনাকে ছাপিয়ে যায় বিকৃত রাজনীতি, স্পোর্টসম্যানশিপ ও ভদ্রলোকের খেলার ধারণাকে যা খাটো করে তোলে।’
ভারত ম্যাচ বর্জন করার পর আয়োজকদের পক্ষে বিবৃতিতে বলা হয়েছিল, ‘কারও অনুভূতিতে আঘাত লাগলে তারা দুঃখিত।’ আয়োজকদের এমন বক্তব্য ‘পক্ষপাতমূলক ও সংবেদনশীলতার ছদ্মবেশে আন্তর্জাতিক ক্রীড়া সমাজে অগ্রহণযোগ্য বার্তা ছড়িয়েছে’, পিসিবি বিবৃতিতে উল্লেখ করেছে।








