বলিউড বাদশা শাহরুখ খানের মেগাহিট সিনেমা ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির উপরে ব্যবসা করা সিনেমাটি এদেশের বড়পর্দায় মুক্তি দিতে সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানের অনন্য মামুন।
এখনও তিনি লিখিত অনুমতির অপেক্ষায়। এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছে সিনেমাটি।
তাহলে কি আর দেশের সিনেমা হলে মুক্তি পাবে ‘পাঠান’? অনন্য মামুন বলেন, তথ্য মন্ত্রণালয়ে লিখিত অনুমতির অপেক্ষায় আছি।
‘যেদিন অনুমতি পাব দুদিনের মধ্যে মুক্তি দেব। কবে অনুমতি মিলবে সেটা নিশ্চিত বলতে পারছি না। তবে রমজান মাসেও যদি অনুমতি পাই তখনই মুক্তি দেব।’

যেহেতু ওটিটিতে মুক্তি পেয়েছে তাহলে আমদানি করে সিনেমা হলে চালানোর প্রয়োজন আছে? দর্শক হলে গিয়ে দেখবে? এমন প্রশ্নে অনন্য মামুন বলেন, যারা হলের দর্শক তারা মুখিয়ে আছেন। যখনই রিলিজ দেওয়া হবে তখনই হল থেকে বিজনেস করবে। আর যারা অনলাইনের দেখার তারা অ্যামাজন প্রাইমে আসার জন্য বসে ছিল না। পাইরেসি হওয়া প্রিন্টে তখনই দেখে ফেলেছে। তবে হ্যাঁ, ওটিটিতে আগে চলে আসায় ‘পাঠান’ নিয়ে যে ক্রেজ ছিল তা কিছুটা ভাটা পড়বে।
২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। তখন থেকে সিনেমাটি নিয়ে বাংলাদেশের দর্শকরা সিনেমা হলে দেখার জন্য মুখিয়ে ছিলেন। হল মালিকরাও ‘পাঠান’ চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘পাঠান’-এ শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ এবং ক্যামিও চরিত্রে রয়েছেন বলিউডের আরেক সুপারস্টার সালমান খান।