চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘পাঠান’র সাথে লড়াইয়ে টিকতে পারবে ‘গান্ধী গডসে’?

একই সময়ে মুক্তি পাচ্ছে দুই ছবি। ‘পাঠান’ ও ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’। দুটি দুই ঘরানার ছবি। অনেকেই মনে করছেন শাহরুখের ছবির পাশে টিকতেই পারবে না ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’। আবার অনেকে ভাবছেন বিপরীত কিছুও ঘটতে পারে।

বেশ কিছু দিন ধরেই বলিউডে কম বাজেটের গল্প নির্ভর ছবিগুলো ভালো ব্যবসা করছে। বড় তারকাদের বড় বাজেটের একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আর তাই ‘পাঠান’-এর পাশে রাজকুমার সন্তোষীর ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ টিকতে পারবে না, এমনটা মনে করছেন না বক্স অফিস বিশেষজ্ঞরা।

‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ নিয়ে আত্মবিশ্বাসী পরিচালক নিজেও। তার মতে, এই ছবি নাচ-গানের ছবি নয়। দর্শক আলাদা। তাই ‘পাঠান’-এর প্রভাব ছবিতে পড়বে বলে মনে করছেন না তিনি।

মোহনদাস করমচাঁদ গান্ধীকে যিনি হত্যা করেছিলেন, সেই নাথুরাম গডসের সঙ্গে গান্ধীর ‘মতাদর্শের’ লড়াই নিয়ে আবর্তিত হয়েছে ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ সিনেমার কাহিনী। গান্ধী চরিত্রটি করেছেন দীপন আন্তানি, আর গডসে হয়ে পর্দায় এসেছেন চিন্ময় মণ্ডেলেকর।

২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। একদিন পরে ২৬ জানুয়ারি মুক্তি পাবে ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া