চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘দঙ্গল’-এর রেকর্ড ভেঙে ফেললো ‘পাঠান’!

শাহরুখ খানের ‘পাঠান’ এখন সর্বাধিক উপার্জনকারী হিন্দি সিনেমা। এর আগে এই রেকর্ড ছিল আমির খানের ‘দঙ্গল’-এর।

ট্রেড বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন, ‘পাঠান’ সিনেমা আমির খানের ‘দঙ্গল’কে ছাড়িয়ে গেছে। শনিবার ভারতের সিনেমাহলের ন্যাশনাল চেইনে এই সিনেমার প্রবৃদ্ধি হয়েছে ৭০.৩৬ শতাংশ, প্রজাতন্ত্র দিবসের আগে এই সিনেমা মুক্তি পাওয়ার পর এটা তৃতীয় সপ্তাহ ছিল শাহরুখের সিনেমার।

Bkash July

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ শুধু হিন্দি ভার্সনে ‘দঙ্গল’-এর রেকর্ড ভাঙতে পারলেও ছবিটির বিশ্বজুড়ে আয়ের বক্স অফিস রেকর্ড ভাঙতে পারেনি এখনও। ‘দঙ্গল’ পুরো বিশ্বে আয় করেছিল ২০০০ কোটি রূপি। ছবিটি ম্যান্ডারিন ভাষায় মুক্তি দেয়া হয়েছিল চীনে। ম্যান্ডারিন ভার্সনে ‘দঙ্গল’-এর আয় ছিল ১২০০ কোটি রূপি।

পুরো বিশ্বে পাঠান এখন পর্যন্ত আয় করেছে ৭৩০ কোটি রুপির বেশি। শিগগির ছবির আয় ১০০০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।

Reneta June

 

View this post on Instagram

 

A post shared by Yash Raj Films (@yrf)


৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ISCREEN
BSH
Bellow Post-Green View