এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ২৫ থেকে ৩০ জন যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় শামছুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
১৮ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্বরসতীপুর এলাকা থেকে ছাদযুক্ত একটি নৌকায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হয় একটি নৌকা। পথিমধ্যে পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতের কারণে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়।
নৌকাডুবির সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন শামছুন্নাহার। পরে স্থানীয়রা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।








