চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মেসিকে পিএসজিতে রেখে দেয়ার চিন্তা ‘বাজে সিদ্ধান্ত’

লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি বাড়ানো হবে খুবই বাজে সিদ্ধান্ত, বলছেন ফরাসিদের সাবেক উইঙ্গার জেরোমি রোথেন। পার্ক ডে প্রিন্সেসে মেসিকে রেখে দেয়ার পিএসজির ইতিবাচক মনোভাবকে এভাবেই সতর্ক করেছেন তিনি।

‘মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হবে বাজে সিদ্ধান্ত। একইসঙ্গে মেসি, নেইমার এবং এমবাপেকে রাখা কঠিন। তার উপর রয়েছে বেতন, যে বিষয়টিতে পিএসজি আটকে আছে। মেসির বেতন থেকে আর্থিক বিষয়টি উৎরানো সম্ভব। এটার মাধ্যমে নতুন খেলোয়াড় এনে দলের উন্নতি সম্ভব। এ কারণেই মেসির চুক্তি বাড়ানো বাজে সিদ্ধান্ত হবে।’

‘আমি বুঝি না কেনো মেসি ক্লাবটিতে তার যাত্রা বাড়াতে চাচ্ছে। ক্লাবকে এগিয়ে নেয়ার জন্য তার কোনো পদক্ষেপ নেই। সে কখনই দর্শকদের ধন্যবাদ দেয় না, মাথা নিচু করে চলে যায়। এমনকি সে যখন গোল উদযাপন করে, দর্শকরা তাকে দুয়ো দেয়। এজন্যই তাকে রেখে দেয়া ঠিক হবে না।’ মনে করছেন পিএসজির সাবেক মিডফিল্ডার।

রোথেন অবশ্য স্বীকার করেছেন, বিশ্বসেরা মেসিকে রেখে দেয়া ক্লাবটির জন্য ইতিবাচকও হবে। কিন্তু নতুনদের নিয়ে দল গোছানোর সময় এসেছে।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী ও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের চুক্তির মেয়াদ শেষ হবে এই গ্রীষ্মে। ফরাসি জায়ান্টরা মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে ইতিবাচক। ২০২১ সালে মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে আসেন এলএম থার্টি।