প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। মেয়েদের ব্যক্তিগত টাইম ট্রায়াল সাইক্লিং ইভেন্টে স্বর্ণ জিতেছেন গ্রেস ব্রাউন।
শনিবার সন্ধ্যায় প্যারিসের ভেজা রাস্তায় ১ মিনিট ৩১.৫৯ সেকেন্ড সময় নিয়ে ৩২.৪ কিলোমিটার টাইম ট্রায়াল জিতেছেন ৩২ বর্ষী সাইক্লিষ্ট। এই ইভেন্টে এটাই অস্ট্রেলিয়ার প্রথম পদক জয়।
রৌপ্য পদক জিতেছেন ব্রিটেনের অ্যান হেনডারসন। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের চোলে ডাইগার্ট।








