প্যারিস অলিম্পিকে সপ্তম দিনে এসে প্রথম সোনার দেখা পেয়েছে ব্রাজিল। জুডোতে মেয়েদের ৭৮ কেজি ইভেন্টে লাতিন আমেরিকার দেশটিকে সোনা এনে দিয়েছেন সূজা বেট্রিজ। ছেলেদের ১০০ কেজিতে সোনা জিতেছে ফ্রান্স। স্বাগতিকদের নবম সোনা এটি।
মেয়েদের ইভেন্টে বেট্রিজের কাছে হেরে রৌপ্য পেয়েছেন ইসরায়েলের হের্শকো রাজ। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন সাউথ কোরিয়ার হায়ুন কিম ও ফ্রান্সের ডিকো রোমানে।
ছেলেদের ইভেন্টে ফ্রান্সের রিনের টেডির কাছে হেরে রৌপ্য জিতেছেন মিনজং কিম। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন তাজিকিস্তানের রাখিমোভ তেমুর ও উজবেকিস্তানের ইউসুফ আলিশের।








