এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টোকিও অলিম্পিকে ছেলেদের ১০ কিলোমিটার ম্যারাথন সুইমিংয়ে দ্বিতীয় হয়ে শেষ করেছিলেন হাঙ্গেরির ক্রিস্টফ রাসভস্কি। প্যারিসে একই ইভেন্টে স্বর্ণ জিতলেন ২৭ বর্ষী সাঁতারু। ইভেন্টের ব্রোঞ্জও গেছে হাঙ্গেরিতে।
প্যারিস অলিম্পিকে ১৪তম দিনে পদকের প্রথম ইভেন্ট ছিল ছেলেদের ১০ কিলোমিটার ম্যারাথন। গন্তব্যে পৌঁছাতে স্বর্ণজয়ী রাসভস্কি সময় নেন ১ ঘণ্টা ৫৫ মিনিট ৫২.৭ সেকেন্ড।
রাসভস্কির চেয়ে ১.৭ সেকেন্ড পিছিয়ে থেকে রৌপ্য জিতেছেন জার্মানির অলিভার ক্লেমেট। স্বর্ণ-রৌপ্য জয়ীদের মধ্যে সেকেন্ডের ব্যবধান থাকলেও এক মিনিটের বেশি সময় পিছিয়ে তৃতীয় হয়েছেন হাঙ্গেরির ডেভিড বেটলহেম।







