চলতি বছরে উইম্বলডন ফাইনালে হারের ক্ষত যেন সারছেই না কার্লোস আলকারাজের। ইয়ানিক সিনারের কাছে উইম্বলডন হারের পর এবার প্যারিস মাস্টার্সের প্রথম ম্যাচে হেরে বিদায় নিয়েছেন ছেলেদের টেনিস র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আলকারাজ। আসর থেকে বিদায় নিলেও তিক্ত অনুভূতি নেই স্প্যানিয়ার্ড তারকার, বলছেন নিজেই।
র্যাঙ্কিংয়ের ৩১ নম্বরে থাকা ব্রাইটন ক্যামেরন নরির বিপক্ষে প্যারিস মাস্টার্সের প্রথম ম্যাচে মঙ্গলবার রাতে ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে হারে আলকারাজ। এ নিয়ে পঞ্চপবারের মতো প্যারিস মাস্টার্সে ব্যর্থ হলেন আলকারাজ।
ছয়বারের গ্র্যান্ড স্লামজয়ী আলকারাজ বলেছেন, ‘প্যারিসে এসে অনুশীলন করেছি অনেক। কোর্টে ফেরত গিয়ে দারুণ অনুভূতি হয়েছে। অবশ্য প্রথম সেটে নেমে বলে হিট করতে পেরেছি ভালো ভাবেই। জয়ও পেয়েছি প্রথম সেটে।’
‘দ্বিতীয় সেটে হেরেছি এমনকি শেষ সেটেও। বিপরীতে যার অনুভূতি বাজে। কোর্টে নিজের সেরাটা খেলতে পারিনি বলে খারাপ লাগছে। ভুলও হয়েছে অনেক।’
আলকারাজ সর্বশেষ ২০২৫ সালের ইউএস ওপেন জয়ী। উইম্বলডনে সিনারের কাছে পরাজিত হলেও ইউএস ওপেনের ফাইনালে তাকেই হারিয়ে র্যাংঙ্কিংয়ে শীর্ষ বজায় রাখেন।







