চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলি

ইসরায়েলি বাহিনী এবং গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলি একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলী কারাগারে অনশনকারী বিশিষ্ট ফিলিস্তিনি কাদের আদনানের মৃত্যুর পর ইসরায়েলের দিকে রকেট ছুড়েছিল বিক্ষোভকারীরা। একইসাথে অবরুদ্ধ উপকূলীয় ছিটমহলে বিমান হামলা চালায় ইসরায়েল।

বুধবার বার্তা সংস্থা রয়টার্স দুটি সূত্রের উল্লেখ করে জানিয়েছে, উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যা রাত ৩:৩০ মিনিটে কার্যকর হয়েছিল। মিশর, কাতার এবং জাতিসংঘের কর্মকর্তাদের প্রচেষ্টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইসলামিক জিহাদের মুখপাত্র তারেক সেলমি বলেছেন, বুধবার ভোর নাগাদ যুদ্ধ শেষ হয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জাতিসংঘ, মিশর এবং কাতারের কর্মকর্তাদের সাথে গাজায়  ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে আলোচনায় নিযুক্ত হয়েছে। হামাস বুধবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।

হামাস বলেছে, তার নেতা ইসমাইল হানিয়াহ ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে উভয় দেশ এবং জাতিসংঘের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন।

একটি ফিলিস্তিনি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণকে বাড়তে না দেওয়ার জন্য বেশ কয়েকটি পক্ষ আলোচনায় বসার ফলাফল ছিল এই যুদ্ধবিরতি।