শাহরুখের বিরুদ্ধে উঠল অভিনয় নকল করার অভিযোগ! অভিযোগকারী পাকিস্তানের বর্ষীয়ান মঞ্চ অভিনেতা তৌকির নাসির।
তৌকিরের দাবি, শাহরুখ তার অভিনয় সরাসরি নকল করেছেন এবং তার জন্য কোনো ধন্যবাদ জানিয়ে তার নাম পর্যন্ত উল্লেখ করেননি! ইউটিউব চ্যানেলে ‘জবরদস্ত উইথ ওয়াসি শাহ’ নামের একটি টক শোতে এই দাবি করেছেন তিনি।
তৌকির নাসির বলেন, “করণ জোহরের ‘কাভি আলবিদা না কেহেনা’ ছবিতে শাহরুখ খান অভিনীত চরিত্রটি পুরোপুরি আমার অভিনীত নাটক ‘পারওয়াজ’ থেকে নকল করা। এমনকি সারা ছবিতে তার যে খুঁড়িয়ে হাঁটা, সেটাও ওই নাটকে আমার অভিনীত চরিত্র থেকে হুবহু নেয়া হয়েছে। শাহরুখ খান একজন দুর্দান্ত অভিনেতা। কিন্তু কোনোদিনও আমার প্রাপ্য সম্মানটুকু তিনি দেননি। ধন্যবাদটুকু পর্যন্ত জানাননি”।
করণ জোহরের বিরুদ্ধে তার অভিযোগ, “‘কাভি আলবিদা না কেহেনা’ ছবির মূল গল্প অবিকল আমার নাটক ‘পারওয়াজ’-এর। সেই নাটকের গল্প লিখেছিলেন প্রখ্যাত পাকিস্তানি লেখক মুস্তানসার হোসেন তারার। করণ জোহর কোথাও একবারের জন্যও এই নাটকটির নাম উল্লেখ করেননি। আমাদের ধন্যবাদও দেননি”।
এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরপরই সামাজিক মাধ্যমে চলছে চর্চা। অভিনেতার এই অভিযোগের পাল্টা জবাব আসেনি করণ জোহর কিংবা শাহরুখ খানের তরফ থেকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস








