টি-টুয়েন্টি বিশ্বকাপে নাকানি-চুবানি খাওয়া পাকিস্তান ভরাডুবির পথে। ভারতের বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে হারের পর নানাবিধ গল্প ডালপালা মেলছে। নতুন করে আলোচনায় উঠেছে অধিনায়ক বাবর আজম ও শাহিন আফ্রিদির মধ্যে কথা হচ্ছে না।
পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরামের দাবি, অধিনায়ক সংক্রান্ত সমস্যায় দুই তারকা একে অপরের সাথে কথা বলছেন না। সেই আলোচনাকে অবশ্য স্রেফ বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন সহকারী কোচ আজহার মেহমুদ।
আজহার ওসব আলোচনাকে ব্যাখ্যা করেছেন এভাবে, ‘ওয়াসিম আকরাম এমন বলতে পারেন, কিন্তু আমার জানা নেই। আমি এমন দেখিনি। শাহিন এবং বাবর কথা বলছেন, তারা ভালো বন্ধুও বটে। তারা পাকিস্তান দলের অবিচ্ছেদ্য অংশ।’
‘যখন প্রশ্ন করবেন এমন অবস্থার জন্য দায়ী কে? আমার উত্তর সবাই, টিম ম্যানেজমেন্ট হিসেবে আমরাও দায়ী। আমরা কারও ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য হারিনি, এটা আমাদের সবার দায়।’
ভারতের বিপক্ষে হারের পর আকরাম বলেছিলেন, ‘এমনকিছু খেলোয়াড় আছে যারা একে অপরের সাথে কথা বলতে চায় না। এটা আন্তর্জাতিক ক্রিকেট এবং দেশের জন্য খেলছেন। এদের একসাথে বসার ব্যবস্থা করুন।’








