যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২ জুন শুরু হতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপ ঘিরে চলছে আয়োজক দেশ ও দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি। এরমাঝে আসরে হামলার হুমকির খবর এলো। হুমকি দিয়েছে পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন।
পাকিস্তানের জঙ্গি সংগঠন প্রো-ইসলামিক স্টেট (দাইশ) হুমকি দিয়েছে। দেশটির একটি সংবাদমাধ্যমে তারা দাবি করেছে, বিশ্বকাপ চলাকালীন নাশকতা হবে। যে সংবাদমাধ্যমে এ খবর বেরিয়েছে, সেটিও ওই স্টেট সংগঠনটি চালায়।
বিশ্বকাপ চলাকালে হামলার হুমকি মিললেও তা নিয়ে ভীত হতে নিষেধ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডাব্লিউআই)। অংশগ্রহণকারী দেশগুলোকে নির্ভয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। জঙ্গি হামলা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতিও নিচ্ছে উইন্ডিজ।
উইন্ডিজ বোর্ডের সিইও জনি গ্রেভস বলেছেন, ‘আমরা আইসিসির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। যে কয়েকটি মাঠে বিশ্বকাপ হবে, সেখানে ও টিম হোটেলে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে তা নিশ্চিত করা হবে। সব দেশকে জানিয়ে দিতে চাই, ক্রিকেটার-সাপোর্ট স্টাফ ও দর্শকদের নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য।’








