চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জয়সুরিয়া-মেন্ডিসের স্পিন ভেল্কিতে হেরে গেল পাকিস্তান

গল টেস্টের শেষদিনে পাকিস্তানের দরকার ছিল ৪১৯ রান, হাতে ছিল ৯ উইকেট। অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে থাকা সফরকারীরা দাঁড়াতেই পারেনি। ২৬১ রানে হয়েছে অলআউট। ২৪৬ রানের জয়ে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে শ্রীলঙ্কা।

ইমাম-উল হক ৪৬ ও ২৬ রানে থাকা বাবর আজম পঞ্চম দিনের খেলা শুরু করেন। ফিফটি থেকে এক রান দূরে রমেশ মেন্ডিসের বলে নিরোশান ডিকেভেল্লার গ্লাভসে ধরা পড়েন ইমাম।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শ্রীলঙ্কা: ৩৭৮ ও ৩৬০/৮ (ইনিংস ঘোষণা), পাকিস্তান ২৩১ ও ২৬১

তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৭৯ রানের জুটি গড়ে ড্রয়ের আশা জাগান বাবর। প্রাবাথ জয়সুরিয়ার বলে ৩৭ রান করা রিজওয়ান বোল্ড হওয়ার পর পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ২ উইকেটে ১৭৬ থেকে সফরকারীদের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ২০৫ রান। একসময় ২৯ রানের ভেতর ৫ উইকেট হারিয়ে বসে তারা।

জয়সুরিয়া ও মেন্ডিসের স্পিনের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। বাবর লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে ১৪৬ বলে ৮১ রানে থাকার সময় জয়সুরিয়ার বলে বোল্ড হন।

লাঞ্চের পর দ্বিতীয় সেশনে শেষ হয়ে যায় খেলা। সারাদিনে ৪৯ ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মাঝে থাকা লঙ্কানরা অসাধারণ জয়ে উল্লাসের উপলক্ষ এনেছে।

৩২ ওভারে ৫ মেডেনসহ ১১৭ রান খরচায় ৫ উইকেট নেন জয়সুরিয়া। ৩০ ওভারে ৭ মেডেনে ৪ উইকেট পান মেন্ডিস।

দ্বিতীয় ইনিংসে কার্যকরী এক সেঞ্চুরি, ১০৯ রানের ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভা হয়েছেন ম্যাচসেরা। দুই টেস্টে ১৭ উইকেট পাওয়া জয়সুরিরা অবধারিতভাবেই সিরিজসেরার পুরস্কার জিতেছেন।