চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাকিস্তান-শ্রীলঙ্কার শিরোপার মাঝে দাঁড়িয়ে ‘১৭১’

টুর্নামেন্টজুড়ে উড়ন্ত ছন্দে থাকা শ্রীলঙ্কার টপঅর্ডার শিরোপার মঞ্চে এসে খেই হারাল। হারিস রউফ ও নাসিম শাহের তোপে এক পর্যায়ে ৫১ রানেই ৫ উইকেট নেই শানাকাদের। নাটকের শুরুটাও সেখানেই। পরের গল্প লঙ্কানদের পাওয়ার হিটিংয়ের। ভানিডু হাসারাঙ্গা ও ভানুকা রাজাপাকসের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহই পেয়েছে ক্রিস সিলভারউডের শিষ্যরা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। বাবর আজমের দলকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা।

শুরুটা একদমই ভালো হয়নি শ্রীলঙ্কার। ২ রানে প্রথম উইকেট হারায় তারা। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার পাথুম নিসাঙ্কাও। ১১ বলে ৮ রান করে আউট হন রউফের বলে ক্যাচ দিয়ে।

নিজের দ্বিতীয় ওভারে ধানুস্কা গুনাথিলাকাকে বোল্ড করেন রউফ। চাপ সামলাতে পারেননি ধনঞ্জয়া ডি সিলভা। ভালো শুরু পেয়েও ২৮ রানে ফিরেছেন ইফতেখারের বলে।

বিপদের সময় কাজে আসেননি অধিনায়ক শানাকাও। ৩ বলে ২ রান করে বোল্ড হয়েছেন শাদাবের বলে। ষষ্ঠ উইকেটে ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হাসারাঙ্গার। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যর্থ অলরাউন্ডার ফাইনাল মঞ্চে জ্বলে ওঠেন দারুণভাবে। আগ্রাসী ব্যাটিংয়ে ২১ বলে করে যান ৩৬ রান।

রউফের বলে উইকেটকিপারের হাতে ধরা পড়েন হাসারঙ্গা। তাতে রানের চাকা থামেনি। করুনারত্নেকে নিয়ে লড়াই জারি রাখেন রাজাপাকসে। সপ্তম উইকেটে দুজনে ফিফটি পেরোনো জুটি গড়েন। বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে শ্রীলঙ্কা। ৬ চার ও ৩ ছয়ে ৭১ রানে অপরাজিত থাকেন রাজাপাকসে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট হারিস রউফের। একটি করে উইকেট গেছে নাসিম শাহ, শাদাব খান ও ইফতেখার আহমেদের ঝুলিতে।