এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের আগে সবশেষ ২০২০ সালের আগস্টে সেঞ্চুরি পেয়েছিলেন শান মাসুদ। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর চার বছরে তিন অঙ্কের ঘরে পৌঁছানো হয়নি পাকিস্তান অধিনায়কের। ২৭তম ইনিংসে এসে সেঞ্চুরির দেখা পেলেন আবারও। শানের দেড়শতাধিক রানের পাশাপাশি সেঞ্চুরি করেছেন আবদুল্লাহ শফিক। প্রথমদিন শেষে তিনশতাধিক রানের সংগ্রহ গড়েছে পাকিস্তান।
ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমদিন শেষে ৮৬ ওভারে ৪ উইকেটে ৩২৮ রান তুলেছে স্বাগতিক দল। সৌদ শাকিল ৩৫ রানে পরেরদিন ব্যাটে নামবেন। সঙ্গ দেবেন ৩ বল মোকাবেলা করে কোনো রান না পাওয়া নাসিম শাহ।
ব্যাটে নেমে ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৮ রানে সাইম আয়ুবকে ফেরান গাস অ্যাটকিনসন। দ্বিতীয় উইকেটে ২৫৩ রানের জুটি গড়েন শান মাসুদ ও আবদুল্লাহ শফিক। চা বিরতির পর শফিককে ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাটকিনসন। ১০ চার ও ২ ছক্কায় ১৮৪ বলে ১০২ রান করেন ওপেনার শফিক।
চা বিরতির আগে সেঞ্চুরি পূর্ণ করেন শান। ১০২ বলে শতরান স্পর্শ করেন। শফিক ফিরে যাওয়ার পর দেড়শ রান পূর্ণ করেন পাকিস্তান অধিনায়ক। ৬২.৩ ওভারে জ্যাক লিচের হাতে ফিরতি ক্যাচ দিয়েছেন। ১৩ চার ও ২ ছক্কায় ১৭৭ বলে ১৫১ রান করেছেন।
সৌদ শাকিল ও বাবর আজম মিলে তিনশ রান পার করেন। দিনের খেলা শেষের ৯ বল আগে বাবর ফিরে যান ক্রিস ওকসের শিকার হয়ে। ৭১ বলে ৩০ রান করেন। নাইটওয়াচম্যান হিসেবে নামা নাসিম শাহকে নিয়ে দিন শেষ করেন শাকিল।
প্রথমদিনে ইংলিশদের হয়ে গাস অ্যাটকিনসন দুটি এবং ক্রিস ওকস ও জ্যাক লিচ একটি করে উইকেট নেন।







