এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের সঙ্গে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের পর পাকিস্তান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা তদারকি করতে নতুন একটি সামরিক বাহিনী গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার (১৩ আগস্ট) ইসলামাবাদে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে শেহবাজ শরিফ রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়ে বলেন, এই বাহিনী আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে এবং শত্রুকে সব দিক থেকে আঘাত করার সক্ষমতা রাখবে। এটি আমাদের প্রচলিত যুদ্ধ সক্ষমতা উন্নত করবে।
পাকিস্তানের উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে। গত মে মাসে জে-১০সি ভিগোরাস ড্রাগন এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের পাশাপাশি দেশটির উন্নত ক্ষেপণাস্ত্রের কিছুসংখ্যক ব্যবহার করা হয়। সংঘাতের পর পাকিস্তান তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে।
গত মে মাসে পাকিস্তান ও ভারত চার দিনের একটি তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারি হামলায় ৭০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়। এটি ছিল ১৯৯৯ সালের পর পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দেশ দু’টির মধ্যে সবচেয়ে বড় সংঘাত।








