এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্লো ওভাররেটের জন্য পাকিস্তানকে জরিমানা করেছে আইসিসি। বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
নির্ধারিত সময় থেকে চার ওভার পিছিয়ে ছিল শাহীন আফ্রিদির দল, রেফারি আলী নকভি এ শাস্তি আরোপ করেন। আইসিসির আচরণবিধি ২.২২ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হবে।
স্লো ওভাররেটের জন্য প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার ইনিংসের ৪৬তম ওভারে পাকিস্তান নিয়ম অনুযায়ী একজন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজের ভিতরে এনেছিল।
মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এবং আসিফ ইয়াকুব পরে স্লোর অভিযোগ লেখেন। আফ্রিদি কোন শুনানি ছাড়াই শাস্তি মেনে নেন, যার কারণে কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়নি।
এদিকে, দেশটিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর নিরাপত্তাজনিত কারণে একাধিক লঙ্কান খেলোয়াড় দেশে ফেরার জন্য বোর্ডকে অনুরোধ জানিয়েছেন। পরে পিসিবি চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে গভীর রাতে বৈঠক হয়। পাকিস্তান শেষ পর্যন্ত তাদের থাকতে রাজি করায়। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে একদিন পিছিয়ে ম্যাচ দুটি মাঠে গড়াবে ১৪ ও ১৬ নভেম্বর। আগের সূচিতে ম্যাচ ছিল ১৩ ও ১৫ নভেম্বর।








