ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সোমবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান, যেখানে ফেরানো হয়েছে পেস অলরাউন্ডার আমের জামালকে। এছাড়া বাবা হওয়ায় বাংলাদেশ সিরিজে ছুটি নেয়া বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিও নামছেন প্রথম টেস্টে।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাদ পড়া আরেক পেসার নাসিম শাহকেও সেরা একাদশে রাখা হয়েছে। বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় টেস্টে বাদ পড়েছিলেন নাসিম। জামালের অলরাউন্ডিং সুবিধার জন্য স্পিনার হিসেবে আবরার আহমেদকে খেলানোর সুযোগ পাচ্ছে দলটি।
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ জানিয়েছে, ‘মুলতান আমাদের জন্য নতুন অঞ্চল। রাওয়ালপিন্ডিতে যখন আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম, তখন আমরা জানতাম পিচে ঘাস রাখলে কি হতে পারে। বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপক্ষে আমাদের একটা কৌশল ছিল মাত্র। এখন আমরা সেটা গ্রাউন্ডসম্যানদের উপর ছেড়ে দিয়েছি।’
‘বাজবলের একটা প্রভাব আমাদের উপর পড়েছে। সুতরাং ইংল্যান্ডের সবচেয়ে ভালো কাজটি হল উপলব্ধি করা যে, অন্যান্য দৃষ্টিকোণ এবং জিনিসগুলি যা আপনার জন্য উপযুক্ত হতে পারে।’
পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, আমের জামাল, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ।







