গাজায় ইসরায়েলের বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালায় জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় সারা দেশে ৫৩ জন নিহত হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
একই সময়ে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বানিহীর ছয় সদস্য আহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর এর পর থেকে গাজায় কমপক্ষে সাড়ে ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আর লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩ হাজার ১০৩ জনে নিহত হয়েছে।
ফিলিস্তিনে এক নারী বলছেন, আমাদের ইঁদুর বা তেলাপোকার মতো মেরে ফেলা হচ্ছে। ইসরায়েলি বাহিনী কোনো দয়া বা করুণা করছে না। ইসরায়েলের বিমান হামলার শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলের সামনে তিনি এ কথা বলেন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্পকে গাজা যুদ্ধ নিয়ে তার পূর্বের দেয়া বক্তব্য মনে করিয়ে দিয়েছে হামাস। ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে কয়েক ঘণ্টার মধ্যে গাজা যুদ্ধ বন্ধ করবেন তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিজয় উদযাপন করতে গাজায় স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার দিয়ে গুলি চালানো সৈন্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েল পরাজয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
ডাচ রাজধানীতে ইউরোপা লিগের ম্যাচের আগে ইসরাইলে সমর্থকরা ফিলিস্তিনি পতাকা ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ইসরায়েল ফুটবল সমর্থকদের সহায়তার জন্য দুটি উদ্ধারকারী বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।








