এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চলতি সপ্তাহে একগুচ্ছ ছবি এবং সিরিজ মুক্তি পাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন ওটিটি প্লাটফর্মে। গরমের দুপুরে কোথাও যাওয়ার নেই? ঘরে বসেই দেখে ফেলুন এই ছবি সিরিজগুলো। কোন কোন ছবি মুক্তি পাচ্ছে?
আদিম, চরকি
দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছে যুবরাজ শামীমের মস্কোজয়ী ছবি ‘আদিম’। অপেশাদার শিল্পীদের নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন যুবরাজ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। গণঅর্থায়নে নির্মিত ছবিটির দৈর্ঘ্য ৮৪ মিনিট।
অ্যাডভোকেট অচিন্ত্য আইচ, হইচই
ঋত্বিক চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই কোর্টরুম ড্রামা সিরিজটি মুক্তি পেয়েছে ভারতীয় প্লাটফর্ম হইচইতে। ইতিমধ্যেই দর্শকদের থেকে দারুণ সাড়া পাচ্ছে এটি।
হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার, নেটফ্লিক্স
১৯৪০ এর সময়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিরিজ। এখানে উঠে এসেছে প্রাক স্বাধীনতা যুগের লাহোরের নবাব এবং সেখানকার বাইজিদের কথা। অভিনয়ে আছেন রিচা চাড্ডা, শেখর সুমন, অদিতি রাও হায়দারি, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা প্রমুখ। এটি ১ মে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।
শয়তান, নেটফ্লিক্স
অজয় দেবগন, জ্যোতিকা, আর মাধবন অভিনীত এই ছবিটি চলতি বছরেই বড় পর্দায় মুক্তি পেয়েছে তুমুল প্রশংসিত হয়েছে। এবার এটি দেখা যাবে নেটফ্লিক্সে। শনিবার থেকে দেখা যাওয়ার কথা থাকলেও শুক্রবার রাতেই দর্শক সিনেমাটি দেখতে পারবেন। ভূত বা কালাজাদুর ছবি ভালো লাগলে এটা অবশ্যই দেখে নিতে পারেন।
দ্য ব্রোকেন নিউজ সিজন ২, জি ফাইভ
সোনালি বেন্দ্রে অভিনীত এই সিরিজটি এলো শুক্রবার। জি ফাইভের জন্য নির্মিত এই সিরিজে সাংবাদিকদের কথা উঠে আসবে।








