ওটিটি প্ল্যাটফর্মে আইস্ক্রিনের জমকালো উদ্বোধন
বাংলা ভাষাভাষী দশর্কদের জন্য সব চেয়ে বেশি ওয়েব সিরিজ, সিনেমা, টেলিফিল্ম, নাটক ও বিনোদন কনটেন্টসহ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন যাত্রা শুরু করেছে। একঝাঁক তারকার অংশগ্রহণে জমকালো আয়োজনে আইস্ক্রিনকে বিশ্বদরবারে তুলে ধরার আশা করছে আইস্ক্রিন পরিবার।